চতুর্থ খণ্ড
90
(গীতসংহিতা 90-106)
ঈশ্বরের লোক, মোশির প্রার্থনা|
হে প্রভু, আমাদের সমস্ত প্রজন্মের জন্য আপনি আমাদের গৃহ ছিলেন|
হে ঈশ্বর, পর্বতমালার জন্মের আগে,
এই পৃথিবীর এবং জগৎ‌‌ সৃষ্টির আগে, আপনিই ঈশ্বর ছিলেন|
হে ঈশ্বর, আপনি চিরদিন ছিলেন এবং আপনি চিরদিন থাকবেন|
এই পৃথিবীতে আপনিই মানুষকে এনেছেন|
আপনি পুনরায় তাদের ধূলোয় পরিণত করেন|
আপনার কাছে হাজার বছর গতকালের মত,
যেন গত রাত্রি|
আপনি আমাদের ঝেঁটিয়ে বিদায় করে দেন, আমাদের জীবন একটা স্বপ্নের মত, সকাল হলেই আমরা চলে যাই|
আমরা ঘাসের মত|
সকালে ঘাসগুলো জন্মায়
এবং বিকেলে তা শুকিয়ে মরে যায়|
ঈশ্বর, আপনার ক্রোধ আমাদের ধ্বংস করে দিতে পারে
এবং তা আমাদের ভীত করে!
আমাদের সব পাপ আপনি জানেন|
ঈশ্বর, আমাদের প্রত্যেকটি গোপন পাপ আপনি দেখতে পান|
আপনার ক্রোধ আমাদের জীবন শেষ করে দিতে পারে|
ফিস্ফিসানি কথার মত আমাদের জীবন শেষ হয়ে যায়|
10 আমরা হয়তো বা 70 বছর বেঁচে থাকি|
যদি আমরা শক্তিশালী হই তাহলে হয়তো 80 বছর বেঁচে থাকতে পারি|
আমাদের জীবন কঠোর পরিশ্রম এবং যন্ত্রণায় ভরা|
তারপর হঠাৎ‌‌ আমাদের জীবন শেষ হয়ে যায় এবং আমরা উড়ে চলে যাই|
11 হে ঈশ্বর, আপনার ক্রোধের পূর্ণ শক্তি কতখানি তা কোন ব্যক্তিই জানে না|
কিন্তু ঈশ্বর, আপনার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভয় আপনার ক্রোধের মতই বিরাট|
12 আমাদের জীবন প্রকৃতপক্ষে যে কত ছোট তা আমাদের দেখান|
যাতে আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারি|
13 প্রভু সব সময় আমাদের মধ্যে ফিরে আসুন|
আপনার দাসদের প্রতি সদয় হোন|
14 প্রত্যেক প্রভাতে আপনার প্রেমে আমাদের ভরিয়ে দিন|
আমাদের সুখী হতে দিন, এ জীবনকে উপভোগ করতে দিন|
15 আমাদের জীবনে অনেক দুঃখ ও সমস্যা দিয়েছেন|
এবার আমাদের সুখী করুন|
16 যে সব অলৌকিক কাজ আপনি আপনার সেবকদের জন্য করেন, তা ওরা দেখুক|
ওদের সন্তানদের আপনার মহিমা দেখতে দিন|
17 ঈশ্বর আমাদের শ্রমে সাহায্য করুন|
আমাদের শ্রম তাঁকে সাহায্য করুক|